প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১:৩৯:২৬
হৃদ্রোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাবেক এই চেলসি তারকা।
গত বুধবার ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অস্কার। অসুস্থ হওয়ার পর দ্রুত অ্যাম্বুলেন্সে করে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেছেন ‘ভ্যাসোভেগাল সিনকোপ’ নামে এক ধরনের অজ্ঞান হওয়ার প্রবণতায় ভুগছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার, হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ কমে গেলে এমনটা দেখা যায়।
অস্করের ক্লাব সাও পাওলো এক বিবৃতিতে জানিয়েছে, ‘হাসপাতালে থাকার সময়ে স্থিতিশীল ছিলেন অস্কার। এখন তিনি আগামী কয়েকদিন বিশ্রাম নিয়ে চিকিৎসকের নির্দেশনা মেনে চলবেন।’
হাসপাতাল থেকে ছাড় পেলেও ফুটবলে ফেরার সম্ভাবনা কমই বলা যায়। পেশাদার ফুটবলে নাও দেখা যেতে পারে সাও পাওলোর এই তারকাকে।
গত ডিসেম্বরে তিন বছরের চুক্তিতে সাও পাওলোতে যোগ দেন অস্কার। শাংহাই পোর্ট ও চেলসিতে সফল সময় কাটিয়ে নিজের শৈশবের ক্লাবে ফিরে যান তিনি।
২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে দারুণ সাফল্য পান তিনি। ইংলিশ ক্লাবটিতে পাঁচ বছরের ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ এবং লিগ কাপ জেতেন। ২০১৭ সালের জানুয়ারিতে মাত্র ২৫ বছর বয়সে প্রিমিয়ার লিগ ছেড়ে চীনের শাংহাই পোর্ট ক্লাবে পাড়ি দেন অস্কার। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।