সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
| ৩ অগ্রহায়ণ ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। রায় প্রত্যাখ্যান করে ভিডিও বার্তা দিয়েছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আজ যে রায় ঘোষণা করেছে এ রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এ রায় মানে না, মানবে না।
জাহাঙ্গীর কবির নানক বলেন, অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে সেটি ১৪ অগাস্ট শুরু করে ১৭ নভেম্বর মামলা শেষ করেছে। ৮৪ জন সাক্ষীকে সামনে রেখে ৫৪ জনকে হাজির করে ২০ দিনে মামলা শেষ করেছে। এই দুই মাসের মধ্যে মাত্র ২০ দিন আদালত চলেছে।
নানক আরও বলেন, প্রধান বিচারক গত এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরেও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছে। তিনি বলেন, অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করব।
কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণাও দেন তিনি।