প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ৩:০২:২৪
আফ্রিকান ফুটবল কনফেডারেশন বর্ষসেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালের সেরা ফুটবলার পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মরক্কোর আশরাফ হাকিমি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন এবং মিশরের মোহাম্মদ সালাহকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।
পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আশরাফ হাকিমি। শুধু যে রক্ষণভাগেই খেলেছেন বিষয়টা এমন নয়। তার হিটম্যাপ দেখলে অনুধাবন করা যায় মাঠের ডান পাশের পুরোটাই সামাল দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে মরক্কোকে নেতৃত্ব দেবেন হাকিমি। ১৯৭৬ সালের পর শিরোপার খোঁজে থাকা মরক্কোর জন্য এটি বড় সুযোগ।
এদিকে দুইবারের আফ্রিকান বর্ষসেরা মোহাম্মদ সালাহও আছেন এই তালিকায়। গত মৌসুমে লিভারপুলকে রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিশরীয় ফরোয়ার্ড। ২৯ গোল করে জেতেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট।
তালিকায় আছেন গালাতাসারাইয়ের স্ট্রাইকার ভিক্টর ওসিমেনও। জাতীয় দলের হয়ে তেমনটা জ্বলে উঠতে না পারলেও ক্লাবের হয়ে দুর্দান্ত ছিলেন তিনি। তবে ওসিমেন থেকে বেশ এগিয়েই থাকবেন সালাহ ও হাকিমি।
আফ্রিকার ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার ঘোষণা করা হবে আগামী বুধবার (১৯ নভেম্বর) মরক্কোর রাবাতে।