বন্ধ প্রায় সব অটোগ্যাস স্টেশন, স্থবির পরিবহন খাত
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকটে অচল হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের পরিবহন খাত। জেলার সবগুলো অটোগ্যাস ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় হাজারের বেশি গ্যাসচালিত গাড়ি জ্বালানি সংকটে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে—তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।