বগুড়ায় ‘পোদ্দার বাহিনী’র প্রধান ও সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
বগুড়ায় বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তারকরেছে সেনাবাহিনী। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ৪০ বীর-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ এ তথ্য জানান।