বগুড়ায় বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ৪০ বীর-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ওমরদীঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও একই উপজেলার শাকপালা এলাকার জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।
সেনাবাহিনীর সূত্র জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪০ বীর-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লে. আল ফাহাদসহ সেনাসদস্যরা গত বুধবার মধ্যরাত প্রথমে শাজাহানপুরের শাকপালায় অভিযান চালিয়ে পোদ্দার বাহিনীর প্রধান অস্ত্র ব্যবসায়ী ফিরোজ পোদ্দারকে গ্রেপ্তার করেন।
পরে তার দেওয়া তথ্যমতে একই উপজেলার ওমরদীঘি গ্রামে অভিযান চালিয়ে সহযোগী রায়হান আলী রানাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া তারা তাদের অপরাধের ঘাঁটির সন্ধান দেয়।
এরপর বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে খোকন মিয়ার নির্মাণাধীন ভাড়া বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। ওই বাড়ি থেকে নয় মিলিমিটার বোরের একটি ব্রিটিশ বুলডগ রিভলবার, পাঁচটি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর দাবি, ফিরোজ পোদ্দার ও তার বাহিনীর সদস্যরা নির্মাণাধীন এই বাড়িতে আস্তানা গড়ে ছিল। সেখান থেকে অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ পরিচালনা করা হতো।
অভিযান প্রসঙ্গে অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ বলেন, ‘গ্রেফতার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ আটটি মামলা চলমান আছে। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছি। অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্র ও গ্রেফতার আসামিদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের সেনাবাহিনীথোনায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।