টি–টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ খান: ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ
আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ইতিহাস গড়েছেন স্বীকৃত টি–টোয়েন্টি ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ৬৫০ উইকেট নিয়ে। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ ৩ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন তিনি। রশিদের মোট উইকেট এখন ৬৫১। ১০ বছরের ক্যারিয়ারে আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের ১২টি লিগে খেলে নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের অন্যতম সফল ও ধারাবাহিক বোলার হিসেবে।