মাত্র ২৬ বছর বয়সেই রেকর্ড গড়ে বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে আফগান তারকা
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১:৪৫:০০
টি–টোয়েন্টি ক্রিকেটে এমন বোলার হাতে গোনা যায়, যাদের নাম শুনলেই ব্যাটসম্যানরা চিন্তায় পড়ে যান। রশিদ খান নিঃসন্দেহে সেই তালিকায় শীর্ষে। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই টি–টোয়েন্টি ক্রিকেটে ছড়ি ঘোরানো শুরু রশিদের।
‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওভাল ইনভিন্সিবলের হয়ে খেলতে নেমে লন্ডন স্পিরিটের বিপক্ষে ৩ উইকেট নিয়ে রশিদ স্পর্শ করেন ৬৫১ উইকেটের মাইলফলক। এই রেকর্ডের ফলে তিনি টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে জায়গা করে নেন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১। এরপর আছেন সুনীল নারাইন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭), এবং বাংলাদেশের সাকিব আল হাসান (৪৯৮)।
আইপিএলে রশিদের ঝুলিতে আছে ১৫৮টি উইকেট, যা এই লিগে তাঁর সাফল্যের প্রমাণ। এছাড়াও বিগ ব্যাশে তাঁর উইকেট সংখ্যা ৯৮। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তিনি নিয়েছেন ১৬১ উইকেট মাত্র তিন উইকেট পিছিয়ে আছেন টিম সাউদির চেয়ে, যিনি ১৬৪ উইকেট নিয়ে আছেন শীর্ষে।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৪৯ উইকেট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।
রশিদের এই সাফল্য শুধু আফগানিস্তানের ক্রিকেটই নয়, পুরো বিশ্ব ক্রিকেটের জন্য এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তরুণ বয়সে এমন রেকর্ড গড়ার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, পরিশ্রম ও প্রতিভার সম্মিলনে ইতিহাস গড়া সম্ভব।