ওভালে রোমাঞ্চ ছড়ানো লড়াই, শেষ দিনে জয়ের পথে ইংল্যান্ড না ভারত?
দ্য ওভাল টেস্টে নাটকীয়তার শেষ নেই। চতুর্থ দিনই ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টিতে স্থগিত হওয়ায় রোমাঞ্চ গড়িয়েছে পঞ্চম দিনে। হ্যারি ব্রুক ও জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের খুব কাছাকাছি চলে আসে ইংল্যান্ড, কিন্তু প্রসিধ কৃষ্ণার টানা দুই আঘাতে ম্যাচের পাল্লা এখন ভারতের দিকেও ঝুঁকছে। শেষ দিনে ইংল্যান্ডের দরকার ৩৫ রান, আর ভারতের লক্ষ্য চার উইকেট নেওয়া।