শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, ভারতের চার উইকেট; রুট-ব্রুকের সেঞ্চুরির পর প্রসিধের জোড়া আঘাতে জমে উঠেছে ম্যাচ
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১:১৫:৪২
চতুর্থ দিন শেষেই ম্যাচের পরিণতি নির্ধারণ হতে পারতো। তবে বৃষ্টির হস্তক্ষেপে ইংল্যান্ড ও ভারতের রোমাঞ্চকর লড়াই গড়িয়েছে শেষ দিনে। ওভালে ৩৭৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে।
ব্রুক ও রুটের ১৯৫ রানের জুটিতে দৃঢ় ভিত্তি পায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৯৮ বলে ১৪ চার ও ২ ছয়ে ১১১ রান করে আকাশ দীপের বলে আউট হন। অন্যদিকে জো রুট ১৫২ বলে ১০৫ রান করে প্রসিধ কৃষ্ণার বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন।
রুট-বেথেলের ৩১ রানের জুটি ভেঙে টানা দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের আশা জাগান প্রসিধ কৃষ্ণা।
শেষ বিকেলে ১০.২ ওভার খেলা হলেও বৃষ্টিতে আর এগোয়নি ম্যাচ। জেমি স্মিথ ২ রানে এবং ওভারটন রানের খাতা না খুলেই অপরাজিত আছেন।
পঞ্চম দিন সকালেই নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য ইংল্যান্ড কি রেকর্ড রান তাড়া করে জিতবে, নাকি ভারত চূড়ান্ত মুহূর্তে চার উইকেট তুলে নিয়ে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেবে, সেই অপেক্ষা।