নৌপথে নতুন রুটে ইয়াবা-আইস পাচার, ধরা ছোঁয়ার বাইরে মূলহোতারা
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা ও ক্রিস্টাল মেথ পাচার আগের তুলনায় বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাফ নদ ও স্থল সীমান্তে টহল জোরদার করায় পাচারকারীরা নতুন সমুদ্রপথ ব্যবহার করছে। চলতি বছরের আট মাসে বিজিবি ও র্যাব প্রায় ৩৬ লাখ ইয়াবা উদ্ধার করেছে, আটক হয়েছে ৪২ জন। তবে মূলহোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।