ফাঁদ থেকে উদ্ধার করা বাঘের চিকিৎসা শুরু
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটির চিকিৎসা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বনকর্মকর্তা নির্মল কুমার পাল। তিনি বলেন, উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসা দিতে খুলনা বন্যপ্রাণী পূনর্বাসন কেন্দ্রে আনা হয়েছে। সেখানে রোববার (০৪ জানুয়ারি) রাতেই বাঘটির চিকিৎসা শুরু হয়। চিকিৎসার জন্য গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জুলকার নাইম খুলনায় এসেছেন।