টমেটো আর লাল নয়, মিলবে হলুদ রঙে!
এখন থেকে হলুদ রঙের টমেটোর দেখা মিলবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, চীনের একদল গবেষক জানিয়েছেন, কীভাবে লাল রঙের বাইরেও কীভাবে টমেটো রং হলুদ হবে। টমেটোর রং পরিবর্তনের এ রহস্য উদঘাটনে চীনের সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন দিক সামনে এনেছেন।