শেষ বলে ওকসের ছক্কায় সিলেটের অবিশ্বাস্য জয়
শেষ ২ বলে সমীকরণ কঠিন, দরকার ৭ রান। গ্যালারিতে নিস্তব্ধতা, ডাগআউটে বাড়তি চাপ। ফাহিম আশরাফের বলে খালেদ আহমেদ ব্যাট চালালেন সর্বোচ্চ শক্তিতে, তবে বড় শটের বদলে নিলেন ১ রান। তখনই দৃশ্যপট বদলে যায়। স্ট্রাইক আসে ক্রিস ওকসের হাতে। শেষ বল, একটাই সুযোগ—আর ইংলিশ অলরাউন্ডার সেই সুযোগটা লুফে নিলেন নিখুঁতভাবে। বিশাল এক ছক্কায় রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে সিলেট টাইটান্সকে এনে দিলেন নাটকীয় জয়।