ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি, নড়েচড়ে উঠল মাদ্রাসা
এক মাদ্রাসায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের হাতে গণপিটুনি দেয়া হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা বলয় গড়ে তোলা হলেও উত্তেজনা কিছুটা প্রশমিত হয়নি। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।