চবি ক্যাম্পাসে শিক্ষার্থী-স্থানীয়দের রাতভর সংঘর্ষে আহত ৬০, আজকের সব পরীক্ষা স্থগিত
                        চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬০ জন। এর মধ্যে ২১ জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।