নারী শিক্ষার্থীকে মারধরের জেরে শুরু হওয়া সংঘর্ষে গুরুতর আহত ২১ জন চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি, সেনাবাহিনী মোতায়েন করে ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৫, ৬:০৩:০৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
শনিবার রাত থেকে রবিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও কুপিয়ে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত ৬০ শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত ২১ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চবি মেডিক্যালের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, বহু শিক্ষার্থী আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন। গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদের ওপরও হামলা হয়। সহকারী প্রক্টর ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ভোর সাড়ে ৫টার দিকে পুরো এলাকা শান্ত হয়।
পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত করেছে বলে জানিয়েছেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।