অমিতাভ বচ্চনের প্রথম প্রেম ‘মায়া’, বিয়ের আগে বিচ্ছেদের গল্প জানালেন তারকাদের জীবনীকার
বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের জীবনে জয়া বচ্চনই হ'ল সেই বিশেষ মানুষ যাদের সঙ্গে ৫০ বছরের বেশি সময় পার করেছেন তিনি। তবে অমিতাভের প্রথম প্রেম ছিলেন অন্য একজন মায়া। তারকাদের জীবনী লেখক হানিফ জাভেরি সম্প্রতি জানিয়েছেন, কলকাতায় কর্মজীবনের শুরুতেই অমিতাভের জীবনে ছিলেন মায়া, যাদের সম্পর্ক ‘সাত হিন্দুস্তানি’ ছবির মুক্তির আগে ভেঙে যায়।