সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
| ৩ অগ্রহায়ণ ১৪৩২
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আবারও নিবন্ধন দিল নির্বাচন কমিশন। বাতিল করা হয়েছে ২০১৮ সালের প্রজ্ঞাপন, ফলে দলটি এখন প্রতীকসহ নির্বাচনে অংশ নিতে পারবে।
ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে সৌজন্য বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চাওয়ার পাশাপাশি রাজনৈতিক সংস্কার ও ঐকমত্য কমিশন নিয়ে আলোচনা হয়।দলটি প্রয়োজনে গণভোট আয়োজনের পরামর্শও দিয়েছে অন্তর্বর্তী সরকারকে।
দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় জামায়াতে ইসলামী এবার নীরবতার দেয়াল ভেঙে ফের রাজনীতির মাঠে আসার ইঙ্গিত দিচ্ছে।সম্প্রতি একটি অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও বিভিন্ন ওয়াজ-মাহফিল প্ল্যাটফর্মে দলটির শীর্ষ নেতারা 'জাতীয় পুনর্গঠন' ও 'মূল্যবোধের রাজনীতি'র কথা বলছেন যা বিশেষজ্ঞদের চোখে রাজনীতিতে সক্রিয় হওয়ার নতুন কৌশল।