মিয়ানমারে সংঘাত: হুমকিতে সীমান্তবাসীর জীবন ও জীবিকা
সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব পড়ছে বাংলাদেশের ভূখণ্ডেও। এতে করে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে সীমান্ত এলাকার মানুষের জীবন ও জীবিকা। আতঙ্কে অনেকেই কৃষি জমি, মৎস্য ঘের কিংবা নদীতে মাছ শিকারে যেতে পারছেন না। সীমান্তবাসীর একটাই প্রশ্ন-এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে? এদিকে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বানের পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।