ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু, টিসিবি ট্রাকের লাইনে ভিড় বেড়েছে
দুই মাস বিরতির পর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আবারও ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করেছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের সামনে সকাল থেকে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে পণ্য কম থাকায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন।