দুই মাস বিরতির পর আবারও চালু হলো টিসিবির কার্যক্রম, নিম্নবিত্তের সঙ্গে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তও
প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ৫:৪৩:১৯
দুই মাস বিরতির পর আবারও ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রবিবার (১০ আগস্ট) থেকে এ কার্যক্রম চালু হয়েছে, যা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা ও কয়েকটি জেলার নির্দিষ্ট স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে এ পণ্য বিক্রি হচ্ছে।
প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ ৫০০ জন মানুষ তেল, ডাল ও চিনি কেনার সুযোগ পাচ্ছেন। নির্ধারিত দামে প্রতিজন সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১১৫ টাকা, ডাল কেজিপ্রতি ৭০ টাকা এবং চিনি কেজিপ্রতি ৮০ টাকা।
রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবি ট্রাকের সামনে সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। নিম্নবিত্তদের পাশাপাশি এবার লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে মধ্যবিত্ত পরিবারকেও। তবে অনেকেই অভিযোগ করেছেন, ট্রাকে পর্যাপ্ত পণ্য না থাকায় লাইনে দাঁড়িয়েও তারা খালি হাতে ফিরছেন। কিছু এলাকায় সময়মতো ট্রাক না আসায় ভিড় ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে।
টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৬৫ লাখ পরিবারের কাছে স্মার্ট কার্ড বিতরণ করা হলেও সক্রিয় রয়েছে ৫৪ লাখ কার্ড। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এসব পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও ট্রাকে লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার চেষ্টা করছেন।
টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন, ভর্তুকি মূল্যে পণ্য বিক্রিতে ব্যাপক সাড়া মিলেছে। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রাখতে ডালের দাম কিছুটা বাড়ানো হলেও ভবিষ্যতে দাম কমলে পুনরায় সমন্বয় করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বাজারে প্রভাব বিস্তার করতে হলে টিসিবির ট্রাকের সংখ্যা ও পণ্যের সরবরাহ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।