কক্সবাজারে পিস্তল, মর্টার শেল ও আর্জেস গ্রেনেড উদ্ধার
কক্সবাজারের টেকনাফে একটি বিশেষ অভিযানে নিরাপত্তা বাহিনী পিস্তল, মর্টার শেল ও আর্জেস গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই অস্ত্রশস্ত্র চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর গোপন আস্তানা থেকে সংগ্রহ করা হয়েছে।