থুতুকাণ্ডে লুইস সুয়ারেজের নতুন শাস্তি, এমএলএসে তিন ম্যাচ নিষিদ্ধ
লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তােকে থুতু দেওয়ার ঘটনায় ছয় ম্যাচে নিষিদ্ধ হওয়ার পর এমএলএস থেকেও তিন ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন লুইস সুয়ারেজ। ফলে সেপ্টেম্বরের তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে একই ঘটনার জেরে সহখেলোয়াড় সের্হিও বুসকেতস কোনো শাস্তি পাননি।