লিগস কাপে ছয় ম্যাচের নিষেধাজ্ঞার পর এমএলএসেও শাস্তি পেলেন ইন্টার মায়ামির উরুগুয়ে তারকা
থুতুকাণ্ডের জের ধরেই একের পর এক শাস্তি পাচ্ছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। গত ৩১ আগস্ট লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক অফিশিয়ালকে থুতু দেওয়ার অপরাধে টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি তাঁকে ছয় ম্যাচ নিষিদ্ধ করে।
এরপর মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষও নতুন করে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে সুয়ারেজকে। ফলে তিনি আগামী ১৩ সেপ্টেম্বর শার্লট এফসি, ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স এবং ২০ সেপ্টেম্বর ডি.সি ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না। পাশাপাশি আগামী লিগস কাপেও ছয় ম্যাচ বাইরে থাকতে হবে তাঁকে।
ফাইনালে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরে যায় মায়ামি। ম্যাচ শেষে উত্তপ্ত পরিস্থিতিতে থুতু দেওয়ার ঘটনায় শাস্তি পান সুয়ারেজ। তবে মায়ামির মিডফিল্ডার সের্হিও বুসকেতস সিয়াটলের ওবেদ ভার্গাসকে ঘুষি মারলেও কোনো শাস্তি পাননি।
এদিকে সিয়াটলের মনোবিদ স্টিভেন লেনহার্টকে ২০২৫ মৌসুম পর্যন্ত মাঠ, ড্রেসিংরুম বা টানেল এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। তিনি কেবল গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন। একই সঙ্গে সিয়াটল ক্লাবকে জরিমানাও করা হয়েছে, তবে অঙ্ক প্রকাশ করা হয়নি।
৩৮ বছর বয়সী সুয়ারেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করে লিখেছেন,
আমি একটি ভুল করেছি এবং সে জন্য ক্ষমা চাইছি। আমার পরিবারকে এমন দৃশ্য উপহার দিতে চাইনি।
বর্তমানে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা, তবে চার ম্যাচ হাতে রয়েছে মায়ামির।