বেকার হয়ে পড়েছেন দুবলার চরের জেলেরা
বঙ্গোপসাগরে বায়ুতাড়িত প্রবল ঢেউ ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে মাছ ধরতে পারছেন না সুন্দরবনের দুবলারচরের শুঁটকি পল্লীর জেলেরা। টানা তিন দিন ধরে চলমান শৈত্যপ্রবাহের প্রভাবে সাগরে জাল ফেলতে না পেরে বহু জেলে ফিরে যাচ্ছেন আলোরকোলসহ দুবলা চরের বিভিন্ন জেলে পল্লীতে। বৈরি আবহাওয়ার কারণে হঠাৎ বেকার হয়ে পড়া শুঁটকি পল্লীর জেলেদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।