হলুদে জ্বলছে মাঠ, সরিষা চাষে নতুন রেকর্ডের পথে সিরাজগঞ্জ
দূর থেকে তাকালেই মনে হয়— চারপাশে যেন হলুদের আগুন জ্বলছে। মাঠের পর মাঠজুড়ে যেন সরিষা ফুলের সোনালি চাদর। হালকা বাতাসে দুলছে ক্ষেত ভরা সরিষা ফুল, আর সেই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। গ্রামবাংলার এই অপরূপ সৌন্দর্যে এখন মুগ্ধ সিরাজগঞ্জবাসী।