শুরু হলো নিকোলাস সারকোজির কারাবন্দি জীবন
অবশেষে জেলবন্দি করা হলো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে। দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনি তহবিলে অর্থ নেওয়ার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।