ইসরায়েলি অভিযান সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
ইসরায়েলি অভিযান সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি অভিযান সম্প্রসারণের আশঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বৈঠকে সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা অভিযানের সম্ভাব্য ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করে বলেন, এতে গাজায় আটক জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে। অভিযানের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। চীনের উপ স্থায়ী প্রতিনিধি গেং শুয়াং ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা নস্যাতের অভিযোগ তুলেছেন।