মাঠের কর্মসূচিতে নয়, সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি: ফ্যাসিবাদবিরোধী ঐক্যেই গুরুত্ব
বর্তমানে মাঠের রাজনীতিতে সরাসরি কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। দলটি এখন ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী পূর্বঘোষিত সাংগঠনিক কর্মসূচিতে মনোযোগী। ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখা এবং জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে বিএনপি নেতৃত্ব। তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ৬ আগস্ট ঢাকায় ‘বিজয় মিছিল’ বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিরোধী দলের বৈঠকের পরও এখনই বড় কোনো কর্মসূচির পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিএনপি।