পাঁচবিবিতে শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপটে বোরো বীজতলা বিবর্ণ
জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রভাবে ইরি বোরো ধানের বীজতলার চারা হলুদ ও বিবর্ণ হয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। অনেকেই বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা করলেও তাতে তেমন সুফল মিলছে না। ফলে, আসন্ন ইরি বোরো আবাদ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।