ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম নারী ডিসি, নেতৃত্বে নতুন অধ্যায়
বছরের পর বছর টেঁটা–বল্লমের ঝনঝন শব্দে যে জেলার গ্রাম কেঁপে ওঠে, আর ফেসবুকে যে জেলার নাম শুনলেই শুরু হয় ব্যঙ্গ–বিদ্রূপ, সেই ব্রাহ্মণবাড়িয়া এবার ভিন্ন এক কারণে আলোচনায়। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার, সেই জেলাটির শীর্ষ প্রশাসনিক চেয়ারে বসতে যাচ্ছেন একজন নারী কর্মকর্তা। তিনি হলেন শারমিন আক্তার জাহান, বর্তমানে নড়াইল জেলার জেলা প্রশাসক।