বছরের পর বছর টেঁটা–বল্লমের ঝনঝন শব্দে যে জেলার গ্রাম কেঁপে ওঠে, আর ফেসবুকে যে জেলার নাম শুনলেই শুরু হয় ব্যঙ্গ–বিদ্রূপ, সেই ব্রাহ্মণবাড়িয়া এবার ভিন্ন এক কারণে আলোচনায়। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার, সেই জেলাটির শীর্ষ প্রশাসনিক চেয়ারে বসতে যাচ্ছেন একজন নারী কর্মকর্তা। তিনি হলেন শারমিন আক্তার জাহান, বর্তমানে নড়াইল জেলার জেলা প্রশাসক।
গত রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ২৫ ব্যাচের কর্মকর্তা শারমিন আক্তার জাহান নড়াইল জেলা থেকে বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন হচ্ছেন। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হওয়ার পর এই প্রথমবার জেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে একজন নারী আসছেন। ৪১ বছরে এটাই জেলার প্রশাসনিক ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব।
ব্যক্তিজীবনে শারমিন আক্তার জাহানের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শারমিন আক্তার জাহান কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য প্রশাসনের সহকর্মী ও স্থানীয় পর্যায়ে প্রশংসিত। নড়াইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নারী উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশাসনিক সেবার ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্থানীয়রা বলছেন, নতুন নেতৃত্ব শুধু দায়িত্ব বদল নয়, এর মাধ্যমে জেলার উন্নয়ন কাজের গতি বাড়তে পারে, প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা বাড়বে, আর বিভিন্ন দপ্তরের কাজকর্মে জবাবদিহিতার চাপ আরও স্পষ্ট হবে।