দারাজের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণা, সর্বশান্ত গ্রাহক
অনলাইন কেনাবেচার জনপ্রিয় প্ল্যাটফর্ম দারাজ ডটকমের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কেনাবেচার জগতে পরিচিত এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তারা লোভনীয় অফারের ফাঁদ পাতছে। শুরুতে অল্প অঙ্কের লেনদেনের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে পরে ধাপে ধাপে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে একপর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় ওই চক্র।