প্রস্তাব উপেক্ষিত হওয়ায় পে কমিশন ছাড়লেন ঢাবি অধ্যাপক
জাতীয় বেতন কমিশন-২০২৫ থেকে পদত্যাগ করেছেন কমিশনের খণ্ডকালীন সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বেতন কাঠামো ও সুপারিশমালা চূড়ান্ত রিপোর্টে গুরুত্ব না পাওয়ায় পদত্যাগ করেন তিনি। মো. মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।