পোস্ট, ভিএআর আর বৃষ্টির রাতে বার্সার হৃদয়ভাঙা হার
সোসিয়েদাদে বৃষ্টিভেজা রাতে বার্সেলোনা শুধু একটি ম্যাচই হারেনি, হারিয়েছে নিখুঁত ছন্দও। কাঠের ফ্রেম, ভিএআর আর একের পর এক হতাশার ভেতর দিয়ে নাটকীয় এক লড়াই শেষে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে গেছে কাতালানরা। এই পরাজয়ে থেমে গেছে তাদের টানা ১১ ম্যাচের জয়রথ, আর লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানও নেমে এসেছে বিপজ্জনক এক পয়েন্টে।