রায় প্রত্যাখ্যান করে ভোটের দাবিতে বিক্ষোভ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে ভোটের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রায় ঘোষণার আগ থেকেই বিশ্ববিদ্যালয় ফটকের সামনের রাস্থায় নেমে আসেন শিক্ষার্থীরা। প্রায় একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।