শাকসু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে ভোটের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রায় ঘোষণার আগ থেকেই বিশ্ববিদ্যালয় ফটকের সামনের রাস্থায় নেমে আসেন শিক্ষার্থীরা। প্রায় একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।
বিক্ষুব্ধদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ঘটনাস্থলে দেখা গেছে। বিক্ষোভের কারণে সড়কের দুইপাশে আটকা পড়েছে শত শত যানবাহন। বিশ্ববিদ্যালয়ের পাশের মদিনা মার্কেট এলাকা থেকে কুমারগাঁও বাসস্যান্ড পর্যন্ত যানজট দেখা গেছে।
এ সময় শিক্ষার্থীদের ‘হাই কোর্ট না শাকসু, শাকসু, শাকসু’, ‘শাকসু হবে কয় তারিখ, ২০ তারিখ, ২০ তারিখ’, ‘শাকসু নিয়ে তালবাহানা, মানি না-মানব না’, ‘হাদি ভাই শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, ‘সাস্টিয়ানদের ডিসিশন, কালকে হবে নির্বাচন’, ‘আমাদের ডিসিশন, মানতে হবে প্রশাসন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
শাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজনের করা রিট আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে চার সপ্তাহের জন্য ভোট স্থগিতের রায় দেন হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ।
দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল।
বিক্ষোভের সময় ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ভিপি প্রার্থী মুহয়ী শারদ জানান, ২০ তারিখে শাকসু নির্বাচনের দাবিতে আমাদের ‘সড়ক ব্লকেড’ কর্মসূচি চলবে। আমরা আমাদের অধিকার আদায় না করে ফিরে যাচ্ছি না। তবে জনদুভোর্গ কমাতে সড়কের একটি পাশ ওপেন করে দেওয়া হয়েছে।
বিকেল ৫টা পর্যন্ত ‘সড়ক ব্লকেড’ কর্মসূচি চলবে। তারপর আমরা সবাই বসে নির্বাচনের দাবিতে যা যা করার প্রয়োজন তা করব। নির্বাচন ছাড়া অন্য কিছু আমরা ভাবছি না বলেও জানান তিনি।
ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম জানান, হাইকোর্ট শাকসু স্থগিতের যে আদেশ দিয়েছে, আমরা সে রায়কে প্রত্যাখান করি। শাকসু যাতে যথাসময়ে হয়, আমরা সে দাবিতে অটল আছি। আমাদের কর্মসূচি চলমান থাকবে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে শহরে যানজট স্বাভাবিক রয়েছে। সাস্ট গেইট এলাকায় সুনামগঞ্জগামী সড়ক খুলে দেওয়া হয়েছে। শহরগামী সড়কে তেমন যানজট নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।