আগামী মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার বিতরণ
দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে আগামী মাস থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে দুপুরের খাবার বিতরণ কর্মসূচি। প্রথম ধাপে কিছু জেলার নির্বাচিত বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হবে। সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের পুষ্টি, মনোযোগ ও স্কুলে উপস্থিতি বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।