সাদিও মানে: সেনেগালের নায়ক, বিশ্বের অনুপ্রেরণা
সেনেগালের ছোট্ট বাম্বালি শহর, কয়েক হাজার মানুষের বাস। সেখানে নেই কোনো পাকা রাস্তা কিংবা হাসপাতালের ব্যবস্থা। এমন এক জগৎ থেকে উঠে এসেছেন সাদিও মানে, যিনি খালি পায়ে ফুটবল খেলেছেন, কঠোর দারিদ্র্যতার মাঝেও টিকে ছিলেন অনন্য এক মানসিকতায়।