সেন্টমার্টিনে ৩ দিনের বিশেষ অভিযান শুরু
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীব-বৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান প্রশাসন। তাই দ্বীপে পরিবেশবিরোধী কর্মকাণ্ড থামাতে তিন দিনব্যাপী যৌথ অভিযান শুরু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) এ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। তার সঙ্গে ছিল পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ ও সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা।