সাড়ে তিন শতাব্দীর রহস্যে মোড়া ‘জিনতলা'
মেহেরপুরের প্রত্যন্ত করমদি গ্রাম। দিনের আলোয় স্বাভাবিক এক মাঠ, অথচ সন্ধ্যা নামলেই বদলে যায় তার চেহারা। গ্রামের মানুষ যাকে চেনে ‘জিনতলা' নামে। সেখানে দাঁড়িয়ে আছে সাড়ে তিন শতবর্ষী রহস্যময় জোড়া তেঁতুল গাছ। স্থানীয়দের বিশ্বাস, এই গাছ দুটিই জিনদের আবাস। যুগের পর যুগ ধরে ভয়, মানত, বিশ্বাস আর অলৌকিক ঘটনার গল্পে ঘেরা এই স্থান।