মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ইউনূস, আলোচনায় প্রাধান্য পাবে শ্রমবাজার
মালয়েশিয়ার সঙ্গে বৈঠকে অভিবাসন ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হবে
প্রকাশিত :
১১ আগস্ট ২০২৫, ৬:৩৪:৫৫
ঢাকা, ১১ আগস্ট – প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ১১ আগস্ট তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে ১২ আগস্ট পুত্রাজায়ায় বৈঠকে বসে অভিবাসন এবং শ্রমবাজার পুনরুদ্ধার নিয়ে আলোচনা করা।
গত এক বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করার লক্ষ্যে এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মালয়েশিয়ায় প্রবেশে আটকে থাকা প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মীর মধ্যে প্রায় ৭ হাজার ৯২৬ জনের তালিকা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বোয়েসেল এর মাধ্যমে তাদের প্রশিক্ষণ শুরু করা হয়েছে এবং প্রথম ধাপে নির্মাণ ও সেবা খাতে তাদের নিয়োগের প্রস্তুতি নেয়া হচ্ছে।
তবে শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অতীতে সিন্ডিকেটের কারণে শ্রমবাজার কয়েকবার বন্ধ হয়ে গেছে। জনশক্তি রফতানিকারকরা বলছেন, সিন্ডিকেটের কারণে শ্রমিকদের অতিরিক্ত অর্থ খরচ করতে হয় এবং বহু এজেন্সি কার্যত শ্রমবাজার থেকে বাদ পড়ে যায়।
২০২১ সালের মালয়েশিয়া-বাংলাদেশ শ্রমচুক্তিতে মালয়েশিয়া নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সিকে নিয়োগের অনুমতি দেয়, যা সিন্ডিকেটের অভিযোগের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে।
বৈঠকে এই সব বিষয় নিয়ে আলোচনা করে শ্রমবাজারকে আরো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেয়ার প্রত্যাশা করা হচ্ছে।