খান ইউনিসে সহকর্মীর গুলিতে প্রাণ হারালেন রিজার্ভ সেনা এরিয়েল লুবলিনার; ছুটি শেষে পরিবারের সঙ্গে ব্রাজিল যাওয়ার পরিকল্পনা ছিল
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৫, ৬:২৭:৪৬
গাজার দক্ষিণাঞ্চলে লড়াই চলাকালে ইসরায়েলের এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) আইডিএফ নিশ্চিত করে জানায়, নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪)। তিনি চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া ৯০০তম ইসরায়েলি সেনা।
আইডিএফ-এর প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাবশত অন্য এক সেনার ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গাজার খান ইউনিস এলাকায়।
লুবলিনার মূলত উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের বাসিন্দা। তিনি প্রায় ১০ বছর আগে ব্রাজিল থেকে ইসরায়েলে আসেন। স্ত্রী বারবারা স্পেন থেকে অভিবাসন করেছেন এবং তাদের নয় মাস বয়সী এক ছেলে লিওর রয়েছে। পরিবারটি তার রিজার্ভ ডিউটি শেষে ব্রাজিলে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছিল। জুন মাস থেকে তিনি ডিউটিতে ছিলেন।
এর আগে শুক্রবার রাতে উত্তর গাজার জায়তুন এলাকায় সাঁজোয়া যানে রাস্তার পাশে পেতে রাখা বিস্ফোরক বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকিদের আঘাত আশঙ্কাজনক নয়। পাঁচজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।