রাষ্ট্রপতির কার্যালয়ের ঘোষণা অনুযায়ী আজ রাতেই শপথ নেবেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:০৭:৫৪
নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেন,
প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। আজ রাত ৯টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।
সুশীলা কার্কি নেপালের বিচার বিভাগে প্রথম নারী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। এবার তিনি হচ্ছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। তার নিয়োগকে নেপালের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নতুন প্রধানমন্ত্রীকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐকমত্য খুঁজবে বলে আশা করা হচ্ছে।