বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
| ২১ কার্তিক ১৪৩২
আন্তর্জাতিক ডেস্ক
চাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষক ও পশুপালক অর্থাৎ রাখালদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্থানীয় প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্য আফ্রিকার দেশ চাদে এ ধরনের সহিংসতা প্রায়ই ঘটে। জমিতে গবাদিপশু চরানোকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। কৃষকদের অভিযোগ, পশুপালকরা অনুমতি ছাড়া তাদের চাষের জমিতে পশু চরায় এবং ফসল নষ্ট করে।
ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
চাদে জলবায়ু পরিবর্তন, খরা ও জমির সংকটকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে পশুপালক ও কৃষকের মধ্যে সংঘর্ষ আরও ঘন ঘন দেখা দিচ্ছে বলে আন্তর্জাতিক গবেষকদের বিশ্লেষণ।