অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে। নিউ সাউথ ওয়েলসের পুলিশের বরাত দিয়ে বিবিসি রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া আরও অন্তত ১১ জন এ ঘটনায় আহত হয়েছে। দুজন পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন।
অন্যদিকে যে দুই বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বন্ডি বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। যখন এই হামলা হয়, তখন বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহর প্রথম দিনের অনুষ্ঠান চলছিল। তবে হামলার সাথে ওই উৎসবের কোনো সম্পর্ক আছে কিনা, তা এখনো পুলিশ নিশ্চিত করতে পারেনি।
১৯৯৬ সালে তাসমানিয়ায় একজন বন্দুকধারীর গুলিতে ৩৫ জন নিহত হওয়ার ঘটনার পরে এটাই অস্ট্রেলিয়ায় সশস্ত্র হামলায় এত হতাহতের ঘটনা ঘটল।