মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ইমাম আলী ইবনে আবি তালিব নামের মসজিদে এই বিস্ফোরণ ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে খবরটি জানিয়েছে বিবিসি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে বিবিসি জানায়, মসজিদের ভেতরে আগে থেকেই একটি বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। হামলাকারীদের শনাক্ত করতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।
সানার প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের ফলে মসজিদের ভেতরের দেওয়াল পুড়ে কালো হয়ে গেছে এবং জানালার কাচ ভেঙে পড়েছে। কিছু ছবিতে মসজিদের কার্পেটে রক্তের দাগও দেখা যায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে জানায়, এই ন্যাক্কারজনক হামলা মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর নগ্ন আঘাত। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করাই এই হামলার উদ্দেশ্য।
এদিকে সুন্নি চরমপন্থী গোষ্ঠী ‘সারায়া আনসার আল-সুন্নাহ’ হামলার দায় স্বীকার করেছে। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, অজ্ঞাতপরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে তারা এই হামলা চালিয়েছে।