লন্ডনে ইরান দূতাবাস থেকে পতাকা ছিঁড়ে ফেলার পর তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ইরানের সরকার-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ইরানের বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে লন্ডনের কেনসিংটনে অবস্থিত দূতাবাসের বাইরে যখন ইরানিরা জড়ো হন তখন এই ঘটনাটি ঘটে।
একজন কর্মী দেয়াল বেয়ে উঠে ইসলামিক প্রজাতন্ত্রের পতাকা সরিয়ে ফেলে প্রধান প্রবেশদ্বারের উপরে বারান্দা থেকে ১৯৭৯ সালের পূর্ববর্তী ইরানের রাজকীয় পতাকা প্রদর্শন করেন, যেখানে সিংহ ও সূর্যের ছবি ছিল।
প্রতিবেদনে বলা হয়, রাজকীয় আমলের পতাকাটি প্রায়ই বিদেশে ইসলামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যবহার করেন ইরানিরা। পরে দূতাবাস পতাকাটি পুনরুদ্ধার করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আধা-সরকারি আইআরএনএ নিউজ এজেন্সি জানায়, লন্ডনে ইরানি দূতাবাসে ইরানের পতাকা সরিয়ে অসম্মান করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক আলিরেজা ইউসেফি ব্রিটিশ কূটনীতিকের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে, রাষ্ট্রদূত হুগো শর্টারকে আনুষ্ঠানিকভাবে তলব করার কথা যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর অস্বীকার করেছে। আইটিভি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, তিনি কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক করেছিলেন।
ইরানে বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর। জাতীয় মুদ্রার পতনের পর, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পায়। বিক্ষোভ দ্রুত দাঙ্গা এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে রূপ নেয়, এতে শত শত লোক নিহত হয় বলে জানা গেছে।