আপডেট :
১৭ ডিসেম্বর ২০২৫, ৪:৩৮:০৯
পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন। এর আগে দুপুর দেড়টার দিকে ওই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সরু রাস্তা পেরিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে আগুন নেভানো হয়েছে। কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে আগুনের ঘটনা। তবে আগুনের সূত্রপাত ও হতাহতের এখনো কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহউদ্দিন বলেন, ‘এখানকার বিল্ডিংকোড কোনো কিছুর আওতায় পড়ে না।’
ঘটনাস্থলের পাশের ভবন থেকে দেখা যায়, বহুতল ভবনসহ পাশের ছোট ছোট বাড়িগুলোতেও আগুন ছড়িয়েছে। বিস্তৃত জায়গাজুড়ে আগুন জ্বলছে। আশপাশের ভবনগুলোর ওপর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, বহতল ভবনে অবস্থিত একটি প্লাস্টিক কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।